মন্তব্য প্রকাশের নীতিমালা
* মন্তব্যটি আলোচ্য প্রতিবেদনের প্রসঙ্গ ধরে, ভদ্র ও পরিমিত ভাষায় লিখতে হবে।
* আইনবিরোধী, বেআইনি কাজে উৎসাহ দেয়—এমন কোনো লেখা অনুমোদন করা হবে না।
* ব্যক্তি/গোষ্ঠী/জাতি/ভাষা/সম্প্রদায়কে লক্ষ্য করে বিদ্বেষ, ঘৃণা বা অবমাননা ছড়ায়—এমন মন্তব্য গ্রহণযোগ্য নয়।
* ধর্ম, বিশ্বাস বা সংস্কৃতি নিয়ে উসকানিমূলক কিংবা আঘাতজনক বক্তব্য প্রকাশ করা হবে না।
* কাউকে অপমান করতে গালি, কটূক্তি বা প্রাণীবাচক শব্দ ব্যবহার করা নিষিদ্ধ।
* নাম বিকৃত করা, ব্যঙ্গ করে উপস্থাপন করা বা পরিচয় নিয়ে কটাক্ষ করা যাবে না।
* অশালীন ইঙ্গিত, কুরুচিপূর্ণ শব্দ, যৌন ইঙ্গিত বা আপত্তিকর বর্ণনা থাকলে মন্তব্য বাতিল হবে।
* ব্যক্তিগত আক্রমণ, চরিত্রহনন, অপপ্রচার বা হেনস্তামূলক মন্তব্য প্রকাশ করা হবে না।
* ভয়ভীতি দেখানো, হুমকি, উসকানি বা সহিংসতার আহ্বান—কোনোটিই গ্রহণ করা হবে না।
* বিভ্রান্তিকর/মিথ্যা পরিচয়, আপত্তিকর ডাকনাম বা উদ্দেশ্যমূলক ছদ্মনাম ব্যবহার করা যাবে না।
* নিমন্তব্যে কোনো লিংক, ফোন নম্বর, ইমেইল, বিজ্ঞাপন বা প্রচারণামূলক লেখা দেওয়া যাবে না।
*মন্তব্য বাংলা হরফে লিখতে হবে; রোমান/ইংরেজি অক্ষরে বাংলা লেখা হলে তা বাতিল হতে পারে।
* অর্থহীন, অফ-টপিক, এক কথার স্প্যাম বা বারবার একই বক্তব্য লেখা মন্তব্য প্রকাশ করা হবে না।
* বানান/ভাষাগত বড় ত্রুটি থাকলে প্রয়োজন অনুযায়ী সম্পাদনা করে প্রকাশ করা হতে পারে।
* মন্তব্যে প্রকাশিত মতামত মন্তব্যকারীর নিজস্ব; এর দায়ভার সংবাদ এখন বহন করে না।
* সংবাদ এখন কোনো কারণ ব্যাখ্যা ছাড়াই মন্তব্য অনুমোদন/বাতিল/স্থগিত করার অধিকার সংরক্ষণ করে।
* নীতিমালা ভাঙলে বা প্রয়োজন মনে করলে সংবাদ এখন যে কোনো সময় মন্তব্য অপসারণ করতে পারে।
|রবিবার , ১৮ জানুয়ারী ২০২৬