দুর্ঘটনার কবলে রণবীর সিং

দুর্ঘটনার কবলে বলিউড অভিনেতা রণবীর সিং। দুর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) মুম্বাইয়ের বান্দ্রা সংলগ্ন এলাকায়। একটি মোটরবাইক হঠাৎই রণবীরের গাড়ির পিছনে এসে ধাক্কা মারে। তবে এই দুর্ঘটনায় অভিনেতা রণবীরের শরীরে কোনও চোট লাগেনি।

জানা যায়, এদিন রণবীর সিং সিনেমার ডাবিং সেরে তার মার্সিডিজ বেঞ্জ গাড়িটি নিয়ে বাড়ি ফিরছিলেন। সেসময়ই এই দুর্ঘটনা ঘটে। সঙ্গে সঙ্গেই গাড়ি থেকে নেমে কী ঘটেছে দেখতে যান অভিনেতা। তার গাড়িটি কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা তিনি খতিয়ে দেখছিলেন।

এসময় তাকে দেখে রাস্তায় ভিড় জমে যায়। পাপারাৎজির ক্যামেরাবন্দি হন রণবীর সিং। তবে অভিনেতা অবশ্য বেশিক্ষণ রাস্তায় না দাঁড়িয়ে থেকে গাড়িতে উঠে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। রণবীর সিংকে দেখা যাবে কবীর খানের ‘৮৩’ ছবিতে। এই ছবিতে রণবীরের স্ত্রীর ভূমিকায় অভিনয় করছেন দীপিকা।

এমন আরো সংবাদ

Back to top button